ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৩ অক্টোবর ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ওই ইউনিটে মোট ২৮ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। তবে পাস করেছেন মাত্র ২ হাজার ৮৯৮ জন।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.jnu.ac.bd পাওয়া যাবে।

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিরেন। ‘ডি’ ইউনিটের ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের তথ্যাদি পরবর্তীতে জানানো হবে।

এসএম/এনএফ/আইআই

আরও পড়ুন