বেরোবিতে সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে ফুড ফেস্ট
আর্থিক অসচ্ছলতার কারণে পড়তে না পারা বা সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) তিন দিনব্যাপী ফুড ফেস্টের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোডে ভারপ্রাপ্ত প্রক্টর মো. আতিউর রহমান বেরোবির শিক্ষার্থীদর সংগঠন আলোকিত দিনের সন্ধান (আদিস) আয়োজনে তিন দিনব্যাপী ফুড ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষার্থীদের তৈরি করা খাবারে ফুড ফেস্ট চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
সংগঠন সূত্র জানায়, আর্থিক অসচ্ছলতায় সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখার পথ যেন বন্ধ হয়ে যায়, সেই লক্ষে ফুড ফেস্ট থেকে খাবারের বিক্রির মুনাফা থেকে অর্জিত অর্থ তাদের শিক্ষা সহায়তায় ব্যবহার করা হবে। কেউ চাইলে তাদের সাহায্যেও এগিয়ে আসতে পারে।
সজীব হোসাইন/এমএএস/এমএস