ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশিত: ০১:৪১ পিএম, ২২ জুন ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে জাপানের তোহো ইউনিভার্সিটির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আতসুশি সুগিয়ামা’র নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল সোমবার উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

জাপানি প্রতিনিধিদলের অপর সদস্য আছায়া ফুড কোম্পানির প্রেসিডেন্ট হিরোকো সুগিয়ামা।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের তোহো ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা একমত হন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান ও সহযোগী অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে জাপানি অধ্যাপক ড. আতসুশি সুগিয়ামা এবং আছায়া ফুড কোম্পানির প্রেসিডেন্ট হিরোকো সুগিয়ামা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের মিলনায়তনে ‘কারডিওভাসকুলার ফারমাকোলজি’ এবং ‘ফাংশনাল ফুডস’ শীর্ষক পৃথক পৃথক বক্তৃতা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ এই বক্তৃতা পর্বের আয়োজন করে।

এসএইচএস/আরআইপি