ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির অনুপস্থিত শিক্ষকদের বেতন কর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৪ অক্টোবর ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের (১ম বর্ষ, সম্মান) ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে তালিকাভুক্ত যেসব শিক্ষক অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে পরীক্ষার সম্মানি ভাতা ও একদিনের মূল বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জবির রেজিস্ট্রার দফতর ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স ডিন অফিস।

জানা গেছে, গতকাল (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত জবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জবির বিভিন্ন বিভাগের শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে যাদের দায়িত্ব দেয়া হয় কিংবা যাদের ওই তালিকায় নাম থাকে না, উভয় ক্ষেত্রে নাম কর্তন ও সংযোজনের বিধান রয়েছে। এক্ষেত্রে পরীক্ষার দু’দিন আগে পরীক্ষা কমিটির কাছে লিখিত আবেদন দিতে হয়। এছাড়া গুরুতর অসুস্থ কিংবা পুলিশ হেফাজতে থাকলে তাদের ইনভিজিলেটর হিসেবে অনুপস্থিতি বিধি সম্মত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অপরদিকে যারা ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরও দু’দিন আগে জানিয়ে দেয় ডিন অফিস।

কিন্তু এ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় অনেক শিক্ষক এ দায়িত্ব পালনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হননি। তাদের অনুপস্থিতির কারণে স্বয়ং ডিনরা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেছেন। অথচ এসময় তাদের পুরো পরীক্ষার খোঁজ খবর রাখার কথা ছিল। এ কারণে অনুপস্থিত সব শিক্ষকের বিরুদ্ধে উপাচার্যের কাছে দায়িত্বে অবহেলার মৌখিক অভিযোগ করেছেন ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও লাইফ অ্যান্ড আর্থ সাইন্সের ডিন অধ্যাপক ড. জাকারিয়া মিয়া।

ওই অভিযোগ আমলে নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান যেসব লিস্টেড ইনভিজিলেটর পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিতি ছিলেন শাস্তি স্বরূপ তাদের পরীক্ষা কেন্দ্রে ডিউটির সম্মানি ভাতার সঙ্গে একদিনের মূল বেতন কর্তনের সিদ্ধান্ত দেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জাকারিয়া মিয়া অনুপস্থিত ইনভিজিলেটরদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, ভর্তি পরীক্ষার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের মান সম্মান জড়িত। শিক্ষকদের আরও বেশি। অথচ অনেক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হল রুমে অনুপস্থিত থাকায় আমাকেও পরীক্ষা কেন্দ্রে থাকতে হয়েছে।

কতজন পরিদর্শক অনুপস্থিত ছিলেন? জানতে চাইলে তিনি বলেন, সবার তালিকা শনিবার বিকেলে দিতে পারব। শুধুমাত্র নতুন একাডেমিক ভবনেই সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রিপন সম্মানি ভাতা দিতে গিয়ে ১৫ জনকে অনুপস্থিত দেখতে পান।

এসএম/এমএমজেড/এমএস

আরও পড়ুন