ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা-বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:৩৫ এএম, ১১ অক্টোবর ২০১৭

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুল হকের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ভারতীয় প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- পাটনা কলেজ অব কমার্স, আর্টস অ্যান্ড সায়েন্সের অধ্যাপক সাফদার ইমাম কাদরি, কলকাতা গার্লস কলেজের উর্দু বিভাগের প্রধান ড. নাঈম আনিস এবং ভারতের ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অব উর্দুর সদস্য হাফিজা মুজাফ্ফর।

এসময় ঢাবির উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ইস্রাফীলসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগ আয়োজিত আন্তর্জাতিক উর্দু সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতীয় প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।

এমএইচ/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন