বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থাকছে না ভ্যাট
তীব্র সমালোচনার মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রক্রিয়া সরকার শিথিল করছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সুত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোর ওপর ১০% ভ্যাট চূড়ান্ত বাজেটে বাস্তবায়ন হবে না ।
এতে ভ্যাটের বাড়তি চাপ থেকে মুক্তি পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক।
অর্থ মন্ত্রণালয় সূত্র আরো জানায়, এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে একটি মৌখিক নির্দেশনাও দিয়েছেন।
এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রস্তাবিত ১০ শতাংশ ভ্যাটের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত। সেখানে আলাপ-আলোচনার ভিত্তিতে এনবিআরে যে সিদ্ধান্ত আসবে সেটাই কার্যকর হবে।
এসকেডি/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবি থেকে ৩৫ জনের পিএইচডি ও ১৯ জনের এমফিল ডিগ্রি অর্জন
- ২ ঢাবিতে ওষুধ শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে কর্মশালা
- ৩ ব্যাটেল অব মাইন্ডসের বিজয়ী বিইউপির টিম পারডন আস, কামিং থ্রু
- ৪ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রাশেদুল ইসলাম
- ৫ ইবির নতুন উপ-উপাচার্য এয়াকুব আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম