ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে যৌন নিপীড়ন বিরোধী কনসার্ট বিকেলে

প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৪ জুন ২০১৫

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার  ও বিচারের দাবিতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক প্রতিবাদী কনসার্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা জানান, নারীর বিরুদ্ধে সহিংস আচরণ, বিশেষ করে যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের জন্য সচেতনতা তৈরি এই কনসার্টের অন্যতম একটি উদ্দেশ্য। কনসার্টে সমসাময়িক খ্যাতিসম্পন্ন বেশ ক’টি ব্যান্ড অংশ নেবে।

কনসার্টের অন্যতম আয়োজক খুশী কবির এ বিষয়ে বলেন ‘পহেলা বৈশাখে নির্যাতনের ঘটনার পর সবার কাছ থেকে যে ধরণের প্রতিক্রিয়া আসা দরকার ছিলো সেটা আসেনি। সরকারের পক্ষ থেকে এটাকে হালকা করে দেখার চেষ্টা ছিলো, যে ধরনের অ্যাকশন আমরা ধারণা করছিলাম হবে, সে ধরণের কোনো কিছুই আমরা পাই নাই’।

কনসার্টকে কেনো মাধ্যম হিসেবে বেছে নিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নারী নির্যাতনের খবর পেলে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাই। আমাদের মধ্যে তরুণ যারা আছে তারা এই আইডিয়াটা দেয়।

খুশি কবির আরো বলেন, ব্যবস্থা যেটা নেয়া হচ্ছে সেটা যথেষ্ট না। সে কারণেই সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। কারণ পহেলা বৈশাখের ঘটনায় আমরা খুব অবাক হয়েছি যে, সাধারণ মানুষকে বিষয়টি ততোটা নাড়া দেয়নি”।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘গারো মেয়ে ধর্ষণের ঘটনায় প্রতিবাদের পর জড়িতদের ধরা হয়েছে। অথচ এখন পর্যন্ত পহেলা বৈশাখের নিপীড়কদের ধরা হচ্ছে না। পুলিশ চাইলে ধরতে পারে। ধরতে না চাওয়ার কারণ কি?’ জানতে চান খুশি ।

আনজাম খালেক/এসকেডি/এমএস