ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে ৬ শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ

প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৯ জুন ২০১৫

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রথম বর্ষের ৬ শিক্ষার্থীকে পিটিয়েছে হল শাখা ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওনের অনুসারীরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায় মারধরের শিকার শিক্ষার্থীদের হলের অতিথি কক্ষে ডেকে নিয়ে মারাত্মকভাবে মেরে আহত করেন দ্বিতীয় বর্ষের ছাত্রলীগ নেতারা। মারধরের শিকার দুই জনের কানে মারত্মক আঘাত লাগে। তবে বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগ সভাপতি।

মারধরের শিকার ৬ শিক্ষার্থী হলেন- ম্যানেজম্যান্ট বিভাগের ইশতিয়াক আহমেদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের সাইদুল ইসলাম, দর্শন বিভাগের আজিম ও জাহিদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা অনুষদের ইয়াকুব এবং ভাষা বিজ্ঞান বিভাগের মাসুদ। এরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। মারধরে ইয়াকুব ও মাসুদের কানের পর্দা ফেটে যায় বলে অভিযোগ উঠেছে।

মারধরে অংশ নেয়া ছাত্রলীগ নেতারা হলেন- হল শাখা ছাত্রলীগের উপ-গণশিক্ষা সম্পাদক ও অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র মাসুদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও দর্শন বিভাগের ছাত্র শাকিল, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র নাঈম, সহ-সম্পাদক শাহীন, সহ-সম্পাদক কাইয়ুম এবং সদস্য ও অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র সেলিম। এরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, হলের নতুন শিক্ষার্থীদের ‘ম্যানার’ শেখাতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্দেশ দেয় দ্বিতীয় বর্ষের ছাত্রলীগ নেতারা। নির্দেশনা অনুযায়ী নতুন শিক্ষার্থীদেরকে র‌্যাগ না দেয়ায় এবং বড় ভাইদের সালাম দেয়াসহ রাজনৈতিক বিষয়ে অবহিত না করায় সোমবার রাতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অতিথি কক্ষে ডেকে নিয়ে মারধর করেন তারা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, কমিটি গঠনের পর থেকেই জিয়া হল ছাত্রলীগের কমিটি নিয়ে নানা ধরনের অভিযোগ আসে। অভিযোগ ওঠে পাঁচ জানুয়ারী জাতীয় নির্বাচনের পূর্বে যারা ছাত্রদল ও শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তারাই দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর হল কমিটিতে স্থান করে নেয়।

এমএইচ/এআরএস