ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৮ জুন ২০১৫

প্রস্তাবিত পে-স্কেল পুনর্নির্ধারণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে দুই ঘণ্টার অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। তবে যেসব বিভাগে পরীক্ষা চলছে তারা এর আওতামুক্ত রয়েছে।

রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার নেতৃত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন, রাবির  ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. মামুন আ. কাইয়ুম প্রমুখ।

ধর্মঘট চলাকালে প্রস্তাবিত বেতন কাঠামো পুনর্নির্ধারণ করে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করবেন বলে প্রধানমন্ত্রীর কাছে আশা প্রকাশ করেন বক্তারা।

এছাড়া ধর্মঘট থেকে বেশ কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে চলতি মাসের মধ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের ঘোষণা ও এর বাস্তবায়ন, সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবদের সমতূল্য করা, অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমতুল্য করা এবং সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিত করা।

এসএস/এমএস