ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শোক দিবসে বেরোবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৫ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে দিনব্যাপী এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে দেখা যায়।

বাঁধনের সাধারণ সম্পাদক আজমল হোসেন বাপ্পী জাগো নিউজকে বলেন, আমরা বিভিন্ন জাতীয় দিবসে ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করেছি।

সজীব হোসাইন/এএম/এমএস