ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে ভর্তির আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৮ আগস্ট ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়েছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার দুপুর ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ভর্তির আবেদনের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবেদন সংক্রান্ত সব তথ্য এখানে ক্লিক করে জানতে পারবেন

উল্লেখ্য, গত শিক্ষাবর্ষ (২০১৬-১৭) হতে নিজস্ব প্রযুক্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

এসএম/এমএমজেড/জেডএ/বিএ

আরও পড়ুন