রাতে কেন অন্যের বাসায় : ছাত্রলীগ নেতাকে হল প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ প্রমাণ হয়নি। তবে অন্যের বাসায় গভীর রাত পর্যন্ত অবস্থান না করতে তাকে সতর্ক করেছে কবি জসীম উদ্দীন হল প্রশাসন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ স্বাক্ষরিত সতর্কীকরণ পত্রে তাকে এ সতর্কতা দেয়া হয়। বোরহানকে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, 'গত ১২ জুলাই রাত আনুমানিক ২টা ২০ মিনিটে কবি জসীম উদ্দীন হলের দক্ষিণ ব্লকের ৫ তলায় হলের অফিস সহায়ক মো. মামুনুর রশীদের বাসার সামনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে তোমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হয়নি।
তবে এত রাতে কোন বাসায় অবস্থান এবং পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণায় আমাদের সবার সম্মানহানি হয়েছে। ভবিষ্যতে যেন এহেন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তোমাকে সতর্ক করা হলো।'
এমএইচ/এমআরএম/এমএস