ঢাবিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ। চলবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত।
সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে পারবেন। এ বছর মোট আসন সংখ্যা সাত হাজার ৮৩টি। এ বছর নতুন বিভাগ হিসেবে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে জাপানিজ স্টাডিজ ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগে।
এবার ক-ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৭৬৫টি, খ-ইউনিটে দুই হাজার ৩৬৩টি, গ-ইউনিটে এক হাজার ২৫০টি, ঘ-ইউনিটে এক হাজার ৫৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
বরাবরের মতো এবারও ব্যাংক ও অনলাইন সার্ভিসের চার্জসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা রাখা হয়েছে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ৩০ আগস্ট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক।
এমএইচ/এআরএস/জেআইএম