ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
আন্দোলন স্থগিত করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে আগামী তিন কার্যদিবসের জন্য এ আন্দোলন স্থগিত করেন তারা। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
অনশনকারী আইন বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র শেখ নোমান পারভেজসহ অন্য শিক্ষার্থীরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ, শিক্ষককে লাঞ্ছিতকারী অপরাধীদের গ্রেফতার, শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতা মো. সাহুল আফজাল ও তার সহযোগীদের তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত ও যথাযথ প্রতিবেদন প্রকাশ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক ব্যবস্থা না নেয়ার দাবি জানিয়ে আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করছি।
আগামী তিন কার্যদিবসের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।
এমএইচএম/এসএইচএস/জেআইএম