ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

উত্তপ্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয় : আমরণ অনশনে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৩ আগস্ট ২০১৭

আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে চাকরিচ্যুত ও লাঞ্ছিতের প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংকটের পঞ্চম দিন বৃহস্পতিবার বেলা ১১টায় তারা আমরণ অনশনে বসেন।

একই সঙ্গে রেজিস্ট্রারের পদত্যাগ এবং সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইনামুল বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্ছনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই রেজিস্ট্রার পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে।

brac

শিক্ষার্থী কামরুন নাহার ডানা বলেন, আমাকে শারীরিভাবে লাঞ্ছিত করা হয়েছে। রেজিস্ট্রারের লোকজন আন্দোলনকারী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।

এছাড়া আন্দোলন বানচালে হুমকি দেয়া হচ্ছে।

brac

উল্লেখ্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজালের বিরুদ্ধে অভিযোগ আনার পর গত রোববার থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষকতা করছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারহান। তার দাবি, চুক্তির মেয়াদ ৩০ আগস্ট পর্যন্ত হলেও মেয়াদ শেষের আগেই তাকে কর্মচ্যুত করে নোটিশ দেয়া হয়েছে। এর প্রতিবাদ করলে তার ওপর হামলা হয়।

এমএইচএম/এমআরএম/এএইচ/জেআইএম

আরও পড়ুন