ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ডাকসু নির্বাচন দাবিকারীদের ওপর চড়াও শিক্ষকদের বিচার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:২৮ পিএম, ০২ আগস্ট ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ‘চড়াও শিক্ষকদের’ বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বিশেষ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি করা হয়েছে। এতে অংশ নেয়া অধিকাংশই ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নিজ বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

এসময় তারা এ ঘটনায় ঘঠিত তদন্ত কমিটির সুষ্ঠু তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

dhaka-university-dabi

ডাকসুর নির্বাচন না দেয়ায় উপাচার্য স্বৈরতন্ত্র কায়েম করেছেন বলে দাবি আন্দোলনকারীদের।

বিক্ষোভে অংশ নেয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরশাদুল হক উপাচার্যের উদ্দেশে বলেন, ‘প্রথমবার ভিসি হওয়ার পর আপনি ডাকসুর নির্বাচন দেয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু আপনি সে অঙ্গীকার পূরণ করেননি। টানা দু্ই মেয়াদে ভিসি থাকার পরও আপনি ডাকসুর নির্বাচন দেননি। যার মাধ্যমে আপনি এ বিশ্ববিদ্যালয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।’

এসময় আন্দোলনকারীদের সমন্বয়ক মাসুদ আল মাহদী বলেন, ‘ওইদিনের হামলায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যেখানে নেই কোনো ছাত্র প্রতিনিধি। এ তদন্ত কমিটি কী ধরনের তদন্ত প্রতিবেদন দেবে তা বোঝা যাচ্ছে- তাদের দ্বারা সুষ্ঠু তদন্ত হবে বলে আশা করি না।’

এমএইচ/জেডএ/জেআইএম

আরও পড়ুন