ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ভিসির সঙ্গে পোল্যান্ডে নিযুক্ত অনারারি কনস্যুলের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৩০ জুলাই ২০১৭

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনস্যুল মোহাম্মদ ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার ঢাবির ভিসির সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন। এসময় পোল্যান্ডের সাইলেসিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. সাবিনা সোয়েটা এবং বাংলাদেশস্থ সেকায়েপ’র কর্মকর্তা উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাবি এবং পোল্যান্ডের সাইলেসিয়া ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ব্যাপারে তারা মত বিনিময় করেন।

ভিসি আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণে আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।

এমএইচ/জেএইচ/জেআইএম