ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তির ঘটনা তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাবি | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩০ জুলাই ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ অধিবেশন চলাকালে সিনেটের বাইরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ফজলুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী প্রক্টর ও লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আফতাব আলী শেখ এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

তিনি বলেন, তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এমএইচ/জেএইচ/আরআইপি

আরও পড়ুন