ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাবি | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৭ জুলাই ২০১৭

ডেইলি অবজারভারের শরিফুল কবির শামীমকে সভাপতি এবং ডেইলি নিউএজের সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর আলাদিন এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক সমকালের আরিফুল নেহাল, সহ-সম্পাদক দৈনিক ইত্তেফাকের নিলয় মামুন, কোষাধ্যক্ষ বাংলানিউজের নুর আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক ডেইলি স্টারের আসাদুজ্জামান ও দফতর সম্পাদক আলমগীর মিজান।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- ইন্ডিপেনডেন্টের তারিক প্লাবন, বাংলাদেশ প্রতিদিনের শরিফুল ইসলাম সীমান্ত, বাংলাস্টেটমেন্ট.কমের আব্দুল মান্নান এবং পিপলস টাইমসের আনাসউদ্দিন অভি।

কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এলতেফাত হোসাইন জাবি শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

হাফিজুর রহমান/এএম/আরআইপি