ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবি

প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৯ মে ২০১৫

প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (রাবিশিস)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম বলেন, প্রস্তাবিত জাতীয় পে-স্কেলে মন্ত্রিপরিষদ বা মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের বেতন স্কেল আলাদা করে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। পদায়িত সচিবদের জন্য নতুন একটি বেতন স্কেল করা হয়েছে। গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত সপ্তম বেতন কাঠামোর তুলনায় দ্বিগুণ করা হয়েছে। কিন্তু ১ থেকে ৯ ধাপ দ্বিগুণ করা হয়নি। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না দেয়ায় বিশ্ববিদ্যালয়র অধ্যাপকদের বেতন স্কেল সচিবদের থেকে দুইধাপ নামানো হয়েছে। শিক্ষকদের মূল বেতন সপ্তম বেতন কাঠামো থেকেও এক ধাপ কমিয়ে আনা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে শিক্ষকদের জন্য সিলেকশন গ্রেড ও টাইমস্কেল অব্যাহত রাখারও দাবি জানানো হয়। এদিকে শিক্ষকদের বেতন স্কেল কম হওয়ায় শিক্ষকরা সান্ধ্যকোর্স ও বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকে পড়েন বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

শিক্ষকদের এ দাবি মানা না হলে আগামীতে সকল শিক্ষককে নিয়ে কঠোর আন্দোলনের হুমকিও দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সম্পাদক অধ্যাপক শাতিল সিরাজ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ফিরোজ আলম, অধ্যাপক আনসার আলী, অধ্যাপক আবদুল আলীম প্রমুখ।

এসএইচএস/বিএ/পিআর