ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৮ মে ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেছে ওই হলের শিক্ষার্থীরা।

সোমবার পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পার্শ্ববর্তী রাস্তায় মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি লিখিত স্মারকলিপি দেন।

মানববন্ধনে আহত শিক্ষার্থীর সহপাঠী আব্দুর রউফ বলেন, আমার দেখেছি সাধারণ কোনো শিক্ষার্থী যদি অপরাধ করে তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়। কিন্তু রাজিব আহমেদ রাসেল শিক্ষক-শিক্ষার্থীদের শারিরীক নির্যাতনসহ নানা ধরনের অপরাধে যুক্ত থাকা সত্ত্বেও ছাত্রলীগের প্রভাবশালী নেতা হওয়ায় তার ব্যাপারে জরুরি কোন সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। তার এ অপরাধের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকার জোর দাবি জানান তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন একই হলের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ (বাংলা), সোহান (সরকার ও রাজনীতি), ওয়াদুদ হাসান মিঠু (গণিত), সৈকত (ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং) প্রমুুখ।

অপরদিকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে ঐ ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন রাজিব আহমেদ রাসেলের বান্ধবী। অভিযোগপত্রে তিনি বলেন, অভিযুক্তদের মধ্যে একজন তাকে উদ্দেশ্য করে অত্যন্ত বাজে মন্তব্য করে।

উল্লেখ্য, গত শনিবার রাত ৯টায় বান্ধবীকে উত্ত্যক্ত করার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের ৬শিক্ষার্থীকে রাজিব আহমেদ রাসেল ও তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক পেটায়। এঘটনায় গুরুতর আহত ফিরোজকে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

এসএস/আরআইপি