জাবিতে ‘তৃতীয় ম্যানেজমেন্ট সপ্তাহ-২০১৫’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে শুরু হয়েছে “৩য় ম্যানেজমেন্ট সপ্তাহ-২০১৫”। `we the managers, managing today for the future’ শ্লোগানকে ধারণ করে আজ থেকে পাঁচ দিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক এক লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির কোষাধ্যাক্ষ সজীব কুমার সেনাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সামির প্রমুখ।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ১৭ মে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এবং সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের ১৬টি দলের অংশগ্রহণে ‘‘প্রথম অন্তঃ জাবি বিতর্ক প্রতিযোগিতা’’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ মে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হবে। র্যা লির উদ্বোধন করবেন ম্যানেজমেন্ট বিভাগের মাননীয় সভাপতি, ম্যানেজমেন্ট সপ্ত্যাহ’র প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আউয়াল আল কবির।
তৃতীয় দিন ১৯ শে মে অনুষ্ঠিত হবে ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে প্রথমবারের মত "Art in your Heart" photo contest’’।
চতুর্থ দিন ২০ মে জাবি জহির রায়হান contemporary management issues` শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, ভিয়েলাটেক্স গ্রুপের চেয়্যারম্যান ও সিইও ডেভিড হাসানাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (সেলস ও বিপনন) কাজি তোহিদুজ্জামন।
পঞ্চম দিন ২১ মে জাবি সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকবে দেশাত্মবোধক নাচ, দেশীয় নৃত্য, আন্তর্জাতিক নাচ, বাংলা গান, ইংরেজি গান, রঙ্গঢঙ, র্যা ম্প শো, ম্যানেজমেন্ট পরিবারের পরিবেশনায় এবারের ম্যানেজমেন্ট উইকের থিম সং। এছাড়া রাতে বড় আকর্ষণ হিসেবে থাকবে জননন্দিত সংগীত শিল্পী, হার্টথ্রব গায়ক ও জনপ্রিয় অভিনেতা তাহসানের কনসার্ট। অলিম্পিক নাটি বিস্কুটের সৌজন্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
হাফিজুর রহমান/এআরএ/আরআইপি