ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবিসাসের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:৫১ এএম, ১৫ জুন ২০১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নগরীর জিইসি সংলগ্ন একটি রেস্তোঁরায় এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এসময় প্রবল বৃষ্টিতে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দারবানসহ চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে পাহাড় ধসে চার সেনা সদস্যসহ নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সাংবাদিকরা জাতির আয়না স্বরুপ। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির কাছে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

চবি সাংবাদিক সমিতির সভাপতি আশহাবুর রহমান শোয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা, ডিনস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সেকান্দার চৌধুরী, প্রভোস্ট কমিটির আহ্বায়ক সুলতান আহাম্মদ, প্রক্টর আলী আজগর চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, চবি ছাত্রলীগের (স্থগিত কমিটির) সভাপতি আলমগীর টিপু, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ।

আবদুল্লাহ রাকীব/এফএ/পিআর