ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:০১ এএম, ১৫ মে ২০১৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের যাত্রা উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আশিক মোসাদ্দিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমপিএইচ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।

সেমিনারে বক্তরা বলেন, একাডেমিকভাবে পাবলিক হেলথ বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব। দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে ক্রমাগত পাবলিক হেলথ সংশ্লিষ্ট কাজের চাহিদা বাড়ছে। সেই বিষয়টিকে মাথায় রেখে জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আধুনিক কোর্স ও গবেষণার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রামের যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা পাবলিক হেলথ ডিসিপ্লিনের পাশাপাশি সমাজ ও বিশ্ব সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।

সেমিনারে উত্তরাঞ্চলের বিভিন্ন মেডিকেল কলেজের বেশ কয়েকজন চিকিৎসক এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। সেমিনারে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়।

এসএস/পিআর