ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

‘সব জ্বরই চিকুনগুনিয়া নয়’

প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৮ জুন ২০১৭

চিকুনগুনিয়া এক ধরনের জ্বর। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এক সপ্তাহ পর এ জ্বর এমনিতে ভালো হওয়া শুরু করে। তাছাড়া সব জ্বরই চিকুনগুনিয়া নয়।

বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এক সেমিনারে উপস্থিত বিশেষজ্ঞরা একথা বলেন।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন ডা. মো. রাশেদুল আলম। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ছাত্র বিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ সেমিনার পরিচালনা করেন।

অনুষ্ঠানে চিকুনগুনিয়া জ্বরের অভিজ্ঞতা বর্ণনা করেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. ফয়জুর রহমান, ড. হেলাল উদ্দিন, প্রভাষক মো. মুনীরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, মশা থেকে দূরে থাকাই এ রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। এটা মরণঘাতী কোনো রোগ নয়। তবে প্রতিকারের জন্য সতর্ক থাকতে হবে।

তারা বলেন, ভাইরাসজনিত অন্যসব জ্বরের মতোই এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। জ্বর হলে প্রচুর পানি, শরবত, ওরস্যালাইন ও ডাবের পানি পান করতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল খেতে। বমি বা অন্যান্য উপসর্গের জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এমএইচএম/জেএইচ/জেআইএম