ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সরকারের উন্নয়ন তুলে ধরার আহ্বান ছাত্রলীগের

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৬ জুন ২০১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম জনসাধারণের কাছে পৌঁছে দিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।

গত সাড়ে সাত বছরে অভাবনীয় উন্নয়ন মধ্য দিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সামনের দিনগুলোতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সরকারের কোনও বিকল্প নাই।

মঙ্গলবার রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা ও প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রলীগ সভাপতি সভাপতি সাইফুর রহমান সোহাগ এসব কথা বলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চলনায় সভাপতি সাইফুর রহমান সোহাগ আরও বলেন, এ সভার মাধ্যমে জনসাধারণের যেখানে যে সমস্যা আছে তা সমাধান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল নেতা-কর্মীকে এখন থেকে ভালোভাবে কাজ করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, এক সময় এই এলাকায় মঙ্গা নামে পরিচিত ছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গঠনের পর এ এলাকায় মঙ্গা দূর করতে সক্ষম হয়েছেন। এই অঞ্চলের একজন মানুষকেও এখন আর না খেয়ে থাকতে হয় না। তাছাড়া রাস্তা ঘাটসহ সকল ধরনের অবকাঠামো উন্নয়নে সরকার সবচেয়ে বেশি কাজ করেছে। সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে ছাত্রলীগকে কাজ করতে হবে।

নয়ন/এএম