ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাকৃবিতে নতুন প্রক্টর

প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৪ জুন ২০১৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

রোববার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সভাকক্ষে বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন তার কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দাস, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, সহকারী প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল আলম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক কৃষিবিদ ড. আমিনুর রহমান চৌধুরী, বিভিন্ন পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতারা।

মো. শাহীন সরদার/এএম/এমএস