ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির সি ইউনিটের আসন বিন্যাস প্রকাশ

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ব্যবসায় শিক্ষা অনুষদের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী আসন বিন্যাস হলো-
রোল নম্বর ১৩০০০০১ থেকে ১৩০১৯২২ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজ (লক্ষ্মীবাজার), ১৩০১৯২৩ থেকে ১৩০৩৯২২ পর্যন্ত কে. এল. জুবিলী স্কুল অ্যান্ড কলেজ (৩৯, নর্থ ব্রুক হল রোড),  ১৩০৩৯২৩ থেকে ১৩০৫৪৬০ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজ (লোহারপুল, ১২, অভয় দাস লেন, গেণ্ডারিয়া), ১৩০৫৪৬১ থেকে ১৩০৬৫১০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (বাংলাবাজার), ১৩০৬৫১১ থেকে ১৩০৭৮১০ পর্যন্ত ঢাকা গভ: মুসলিম হাই স্কুল (লক্ষীবাজার, ঢাকা), ১৩০৭৮১১ থেকে ১৩০৮৯১০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুল (সদরঘাট), ১৩০৮৯১১ থেকে ১৩১০২৫০ পর্যন্ত পোগোজ স্কুল (জবি ক্যাম্পাসে), ১৩১০২৫১ থেকে ১৩১৯১৫০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১৩১৯১৫১ থেকে ১৩২০৬৫০ পর্যন্ত আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ (১৩, নাজিমুদ্দিন রোড), ১৩২০৬৫১ থেকে ১৩২২৬৫০ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ (নাজিম উদ্দিন রোড, চাঁনখারপুল), ১৩২২৬৫১ থেকে ১৩২৫৬৫০ পর্যন্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (বকশীবাজার), ১৩২৫৬৫১ থেকে ১৩২৭১৫০ পর্যন্ত  ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), ১৩২৭১৫১ থেকে ১৩২৭৮৬৫ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল (বুয়েট ক্যাম্পাস, পলাশী), ১৩২৭৮৬৬ থেকে ১৩২৯২৬৫ পর্যন্ত উদয়ন স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ১৩২৯২৬৬ থেকে ১৩২৯৯৯৭ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আই.ই.আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ১৩২৯৯৯৮ থেকে ১৩৩০৯৯৭ পর্যন্ত নীলক্ষেত হাই স্কুল (ঢাকা বিশ্ববিদ্যালয়), ১৩৩০৯৯৮ থেকে ১৩৩২৪৯৭ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর), ১৩৩২৪৯৮ থেকে ১৩৩৪০৬০ পর্যন্ত ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল (ধানমন্ডি), ১৩৩৪০৬১ থেকে ১৩৩৫২৬০ পর্যন্ত নিউ মডেল ডিগ্রি কলেজ (শুক্রাবাদ), ১৩৩৫২৬১ থেকে ১৩৩৭২৬০ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ (গজনবী রোড, কলেজ গেট), ১৩৩৭২৬১ থেকে ১৩৪২২৬০ পর্যন্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল) এবং ১৩৪২২৬১ থেকে ১৩৪৫৫৯৯ পর্যন্ত মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে (মতিঝিল কলোনী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
পরীক্ষার্থীকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।পরীক্ষার্থীকে অবশ্যই স্ব স্ব  কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। স্ব স্ব কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে উপস্থিত হতে না পারলে অথবা অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দিলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট (www.jnu.ac.bd)  পাওয়া যাবে।