ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ১১:২৫ এএম, ১০ মে ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে ‘অ্যানথ্রোপলজিক্যাল এক্সপলোরেশন অব মিডিয়া অ্যান্ড কালচার’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। 

ঢাবি নৃবিজ্ঞান বিভাগ ও ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে বুধবার এ সম্মেলন শুরু হয়।

বিশ্ববিদ্যা্লয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে শুরু হওয়া এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক।

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাবি নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন হাসান আল শাফী।

অনুষ্ঠানে হেকেপ’র প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত বিশেষ অতিথি ও অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক বব পকর্যান্ট, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মার্কাস ব্যাংকস এবং সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. দেব পাঠক সম্মানিত
অতিথি ছিলেন।

স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইফুর রশীদ।

বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রখ্যাত নৃবিজ্ঞানীরা অংশ নিয়েছেন এই সম্মেলনে।

এমএইচ/এমএমএ/জেআইএম