বুয়েটের ছয় সিন্ডিকেট সদস্যের নাম প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছয় সিন্ডিকেট সদস্য নিবার্চন করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতিতে সিন্ডিকেটের সদস্যরা মনোনীত হয়েছেন। তারা ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে, বুয়েটের নীতি নির্ধারণ ও প্রশাসন পরিচালনায় আগামী দুই বছরের জন্য ছয়জন সিন্ডিকেট সদস্যকে নিবার্চন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬১ এবং বাংলাদেশ ( এডপটেশন অব ইউনিভার্সিটি ল’জ) অর্ডিন্যান্স, ১৯৭২ এর ১৫(৪) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সম্মতিক্রমে ছয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছে।
সিন্ডিকেট সদস্যরা হচ্ছেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আইনুল নিশাত, মো. সোবরাব উদ্দীন আহমেদ, ড. সামসুদ্দীন আহমদ, ড. মো. নুরুল ইসলাম, মিনাক্ষী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমেদ (শিক্ষা)।
এমএইচএম/এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৩ দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ শুরু শুক্রবার
- ২ রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন
- ৪ ঢাবিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদযাপন
- ৫ ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে নির্ধারণে বিশেষ কমিটি