ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বুয়েটের ছয় সিন্ডিকেট সদস্যের নাম প্রকাশ

প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৮ মে ২০১৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছয় সিন্ডিকেট সদস্য নিবার্চন করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতিতে সিন্ডিকেটের সদস্যরা মনোনীত হয়েছেন। তারা ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়েছে, বুয়েটের নীতি নির্ধারণ ও প্রশাসন পরিচালনায় আগামী দুই বছরের জন্য ছয়জন সিন্ডিকেট সদস্যকে নিবার্চন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬১ এবং বাংলাদেশ ( এডপটেশন অব ইউনিভার্সিটি ল’জ) অর্ডিন্যান্স, ১৯৭২ এর ১৫(৪) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সম্মতিক্রমে ছয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছে।

সিন্ডিকেট সদস্যরা হচ্ছেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আইনুল নিশাত, মো. সোবরাব উদ্দীন আহমেদ, ড. সামসুদ্দীন আহমদ, ড. মো. নুরুল ইসলাম, মিনাক্ষী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমেদ (শিক্ষা)।

এমএইচএম/এমআরএম/এমএস

আরও পড়ুন