ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবি ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক সবুজ

প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির ২০১৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ; আর সাধারণ সম্পাদক হয়েছেন সবুজ রায়হান।

১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

তবে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং  কার্যনির্বাহী সদস্যের চারটি পদে বৃহস্পতিবার নির্বাচন হয়।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে ফলাফল ঘোষণা করেন সংগঠনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালনকারী জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

এর মধ্যে সহ-সভাপতি পদে মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় সরকার নির্বাচিত হয়েছেন।

আর কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো. মাহফুজুর রহমান, মো. সাদ্দাম হোসাইন, রূদ্র কর ও অরূপ ব্যানার্জী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ইউসুফ জামিল হোসেন, দফতর সম্পাদক সাবিক তাহমিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আহসান উল্ল্যাহ, প্রশিক্ষণ সম্পাদক খায়রুন নাহার খেয়া, কর্মশালা বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান এবং অর্থ সম্পাদক পারভেজ আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার মো. ওহিদুজ্জামান জাগো নিউজকে জানান, সংগঠনের এবারের নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে অভ্যন্তরীণ কোন্দলে ২০১৫ সালে জবি ডিবেটিং সোসাইটির কার্যক্রম বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে চলতি বছরে ২০১৭ সালের সংগঠনের কার্যক্রম চালু করা হয়। ফের কার্যক্রম চালুর পর এটাই প্রথম নির্বাচন।

এসএম/এমআরএম/এমএমএ