ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

নানা আয়োজনে ইউনাইটেড ইউনিভার্সিটিতে বর্ষবরণ

প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২১ এপ্রিল ২০১৭

নাচ-গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার লাল-হলুদসহ বাহারি সাজে রাজধানীর সাতারকুলে স্থায়ী ক্যাম্পাসে বর্ষবরণ উৎসবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ctober
বাঙালির প্রাণের উৎসব বৈশাখ উদযাপনে সকাল থেকেই ক্যাম্পাসে মিলিত হন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। নাচ-গান, আবৃত্তি, নাটক, নাগরদোলা, বানর খেলা, পালকি চড়া নানা আয়োজনে দিনভর মেতে থাকেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের ছাত্রী ইসমত আরা বলেন, বৈশাখ আমাদের বাঙালিদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজনে তারাও বেশ আনন্দিত বলে জানান।

2016October

এরআগে সকালে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রিজওয়ান খান। এ সময় তিনি রবীন্দ্র সংগীত গেয়ে শোনান।

এমএইচএম/এসআর