ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪২ এএম, ২৭ আগস্ট ২০১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ বুধবার দুপুর ১২টা ১ মিনিট থেকে শুরু হয়েছে। ১৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন এ সব তথ্য জানান। ইলিয়াস হোসেন জানান, ভর্তির আবেদন ২৫ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা পিছিয়ে বুধবার দুপুর ১২টা ১ মিনিট থেকে শুরু করা হয়েছে।

এবারে ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদভুক্ত ৫০টি বিভাগকে ৮টি ইউনিটে বিভক্ত করা হয়েছে। প্রতিবারের মতো এবারও মোবাইল ফোন অপারেটর টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে এই আবেদন করা যাবে।

এ ছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd অথবা www.ru.ac.bd থেকে জানা যাবে।

ভর্তি সংক্রান্ত সহায়তার জন্য ০১৫৫৫ ৫৫৫০১৭, ০১৫৫৫ ৫৫৫০১৮ ও ০১৫৫৫ ৫৫৫০১৯ নম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যাবে।