ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অনুশীলন নাট্যদলের কর্মীকে লাঞ্ছনার অভিযোগ

প্রকাশিত: ০২:১২ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুশীলন নাট্যদলের এক কর্মীকে সংগঠনের বহিষ্কৃত এক কর্মী শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে অনুশীলন নাট্যদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদ মঈন মোস্তারিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় সংগঠনের কর্মী মিজানুর রহমানের সঙ্গে সংগঠনের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ হয়। এ সময় ইজাজ তার বিরুদ্ধে সংগঠনে অভিযোগ উত্থাপন করায় মিজানুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত কর্মী ইজাজ আহমেদকে সংগঠনবিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গত ১৪ মার্চ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ইজাজ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শিবির অধ্যুষিত ছাত্রাবাসে অবস্থান করেছিলেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া তার বর্তমানে ছাত্রত্ব শেষ হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে অনুশীলন নাট্যদলের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ ব্যাপারে মিজানুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে স্টেশন বাজার গিয়েছিলাম। সেখানে দেখা হলে ইজাজ সংগঠনে তার বিরুদ্ধে অভিযোগ করায় আমাকে ধাক্কা দেয় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং হুমকি দেয়।’

অভিযোগের ব্যাপারে ইজাজ আহমেদ বলেন, ‘আমি  মিজানুর এর সঙ্গে কথা বলেছি মাত্র। সেখানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিল। আমি মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থি কিছু করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’

বিএ/পিআর