ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাঁধা উপেক্ষা করে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি পেশ

প্রকাশিত: ১১:৩১ এএম, ২১ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলাকারী কর্তব্যরত পুলিশ ও প্রক্টরকে অপসারণসহ ছয়দফা দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রাণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। স্মারকলিপি নিয়ে প্রেস ক্লাব পর্যন্ত পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের। বাঁধা উপেক্ষা করে পরবর্তীতে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে স্মারকলিপি প্রদান করেন তারা।

এর আগে মঙ্গলবার দুপুর ১১টায় স্মারকলিপি পেশের জন্য সংগঠনের সভাপতি হাসান তারেকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে একটি প্রতিনিধি দল স্বরাষ্টমন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, ঢাবি শাখা সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস প্রমূখ।

স্বরাষ্টমন্ত্রণালয় বরাবর পেশকৃত ছয়দফার মধ্যে রয়েছে- অবিলম্বে ঢাবি প্রক্টরের অপসারণ, যৌন নিপীড়নকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে, কর্তব্যরত পুলিশের দায়িত্বে অবহেলার বিচার করতে হবে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উচ্চ আদালত নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, সর্বক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়ভাবে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

এমএইচ/বিএ/আরআই