ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বৃত্তি পেলেন ঢাবির ২৫ শিক্ষার্থী

প্রকাশিত: ১১:১৭ এএম, ২৮ মার্চ ২০১৭

লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।

২০ জনকে দেয়া হয় ‘গভর্নর বৃত্তি’ এবং ‘অধ্যাপক আসাদুজ্জামান স্মারক বৃত্তি’ দেয়া হয় পাঁচ শিক্ষার্থীকে।

মঙ্গলবার ঢাবি সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

‘অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান স্মারক বক্তৃতা’ প্রদান করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। ঢাবি উপাচার্য প্রয়াত অধ্যাপকের স্মৃতিচারণ করেন।

অধ্যাপক আসাদুজ্জামান স্মারক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. আকলাসুর রহমান, মো. জুয়েল রানা, মেহেদী হাসান হৃদয়, রাবেয়া আদুবিয়া শেফা এবং বখতিয়ার সিদ্দিক সাজিদ।

গভর্নর বৃত্তিপ্রা্প্তরা হলেন- বাবলী সরকার, মোহাম্মদ ফয়সাল, শেখ দিদার হোসেন, খন্দকার সুরাইয়া আকতার, মো. ইসমাইল, আরিফুল ইসলাম, উজ্জ্বল বাইন, জোনাথন চাম্বুগং, হাবিবুর রহমান, মাহমুদা আক্তার মলি, মো. আকলাসুর রহমান, মো. জুয়েল রানা, আসমাউল হুসনা পিংকি, মো. মাহমুদ-উল-হাসান, মো. নাজমুল হুদা, খাদিজা খাতুন চাঁদনী, আবু মুসা, সুমাইয়া তাহিরা, ফারিহা ফিরোজ এবং মো. ফারুক হোসেন।

প্রয়াত অধ্যাপক আসাদুজ্জামানের স্ত্রী ফাতেমা জামান অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএইচ/এমএমএ/এমএআর/আরআইপি

আরও পড়ুন