ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শ্লীলতাহানি : জড়িতদের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ০৯:২৭ এএম, ২০ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাকসুদুল কামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য অধ্যাপক ড. এ জেড এম শফিউল আলম ভূঁইয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদ আলম ভূঁইয়া, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রমুখ।

বক্তারা যৌন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। এছাড়া ওই দিন দায়িত্বরত পুলিশের দায়িত্ব পালনে অবহেলা ও পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

এমএইচ/একে/এমএস