ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

যৌন হয়রানির দায়ে ঢাবির এক শিক্ষক চাকরিচ্যুত

প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এ সিদ্ধান্ত গৃহীত হয়। চাকরিচ্যুত ওই শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহদাৎ হোসেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে, গত বছর ওই শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর ও উপাচার্য বরাবর অভিযোগ দেন একই বিভাগের এক ছাত্রী। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হলে কমিটির রিপোর্ট সাপেক্ষে চাকরিচ্যুতের সিদ্ধান নেয়া হয়।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য আখতারুজ্জামান বলেন, চাকরিচ্যুত শিক্ষককের নাম শাহদাৎ হোসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

এমএইচ/বিএ