ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

পদত্যাগ করলেন বাকৃবি`র ভিসি

প্রকাশিত: ০২:৪০ এএম, ০৮ এপ্রিল ২০১৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রফিকুল হক পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অবৈধ নিয়োগ এবং নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

শিক্ষকদের একাংশের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষকদের একাংশ এক মাস ধরে তার বিরুদ্ধে আন্দোলন করে আসছিল।

জানা যায়, অবৈধ নিয়োগ এবং নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ভিসি অধ্যাপক ড. রফিকুল হকের বিরুদ্ধে। তবে, বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি ও শারীরিক অবস্থার কারণেই পদত্যাগ করেছেন বলে তিনি
জানান।

বিতর্কিত ৩০৭ কর্মচারী নিয়োগসহ ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের তৃতীয় শ্রেণীর এক নারী কর্মচারীর সঙ্গে উপাচার্যের গোপন কথোপকথনের কয়েকটি অডিও ফাঁস নিয়ে তোলপাড় শুরু হয়।

এআরএস/বিএ/এমএস