ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই
প্রস্তাবিত ৯ম বিভাগের নাম ময়নামতির পরিবর্তে কুমিল্লা রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদ।
রোববার সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদের সাধারণ সম্পাদক আনিছ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান।
এছাড়া বক্তব্য রাখেন, আধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, আধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, আধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, মো. ফজলুল করিম পাটোয়ারী, জনাব এম মেসবাহউদ্দিন সরকার এবং কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি মাকসুদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলায় যখন জেলা ব্যবস্থা চালু করে তখন ১৮ জেলার একটি ছিল কুমিল্লা।
বিশাল আয়তনের কুমিল্লা থেকে ১৭৮১ সালে বৃহত্তর নোয়াখালী এবং ১৯৮৪ সালে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলাকে পৃথক করা হয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ সহ অনেক আন্দোলন সংগ্রামে অবদানের জন্য কুমিল্লা ইতিহাসে ঠাঁই করে নিয়েছে।
এ সকল বিষয় বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার এই বিষয়ে যথাযত পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রস্তাবিত ৯ম বিভাগের নামকরণ ময়নামতির পরিবর্তে কুমিল্লা করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
হাফিজুর রহমান/এএম/পিআর