ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে পরিচ্ছন্ন সপ্তাহ শুরু

প্রকাশিত: ১০:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর ভূগোল ও পরিবেশ বিভাগের পরিবেশ ক্লাবের উদ্যোগে পরিচ্ছন্ন সপ্তাহ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় বিভাগের হল রুমে এ কর্মসূচির শুরু হয়।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মল্লিক আকরাম হোসেন বলেন, আমাদের বিভাগের পরিবেশ ক্লাব যে ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। গোটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে।

এ ক্ষেত্রে সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে পরিবেশ ক্লাবের সভাপতি আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা লুনা, প্রভাষক শাহানা সুলতানা ও রিফফাত মাহমুদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভাগের ছাত্র-ছাত্রীরা, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় কিভাবে পরিষ্কার রাখা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা মত প্রকাশ করেন।

এসএম/আরএস/পিআর