ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

প্রযুক্তিগত গবেষণায় ঢাবির সঙ্গে কাজ করবে এটুআই প্রকল্প

প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

দ্রুতসময়ে ও সহজভাবে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে প্রযুক্তিগত গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) সঙ্গে কাজ করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম। এ উদ্দেশ্যে রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে এটুআই প্রকল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোন বিভাগের সাথে পৃথক চুক্তি ছাড়াই কাজ করতে পারবে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় শিক্ষকদের মানোন্নয়নে গবেষণা, বিভিন্ন ক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণ নিয়ে গবেষণা, কাজের মূল্যায়ন প্রণয়ন, প্রযুক্তির সম্প্রসারণে প্রচারণা কৌশল, সরকার এবং সরকারের বাইরে উদ্ভাবনের কৌশল প্রণয়ন, সারাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টার্নশীপে’র সুযোগ দেয়াসহ বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হবে।

এর ফলে মাধ্যমে ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌছানো আরো সহজ হবে বলে মত দেন তারা।

বক্তারা বলেন, ই-সার্ভিস প্রকল্প সম্প্রসারণে শিক্ষা ও সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সাথে সহযোগিতার মূল লক্ষ্য হল প্রশিক্ষণ এবং বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ। এ চুক্তির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের দূরত্ব কমবে এবং সরকার নতুন নতুন ধারণা লাভ করবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এটুআই প্রোগ্রামের পলিসি এডভাইজর আনীর চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের সহকারি কান্ট্রি ডিরেক্টর কেএএম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএস/আরএস/আরআই