ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে ছাত্রমেত্রীর মানববন্ধনে বাধা, আটক ৪

প্রকাশিত: ০৬:২৮ এএম, ২০ আগস্ট ২০১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্রমেত্রীর মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চার কর্মীকে আটক করে মাতিহার থানা পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে মানববন্ধন এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক নির্যাতন ও যৌন নিপড়নের প্রতিবাদে বিপ্লবী ছাত্রমেত্রীর উদ্দ্যেগে এক মানববন্ধনের আয়োজন করে। এসময় রাজশাহী মহানগরী পুলিশের সহকারী কমিশনার ইফতেখার আলম নেতৃত্বে পুলিশের একটি দল মানবন্ধনে বাধা দেয় এবং লাঠিপেটা করে। পরে সেখান থেকে চার জনকে আটক করে।

অটককৃত হলেন- প্রদীম মার্ডী, সুমন অগস্টিন সরেন, ফারুক ইমন, দিলীপ রায়।

বিপ্লবী ছাত্রমেত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিপ্লবী ছাত্রমেত্রীর সভাপতি প্রদীম মার্ডী, সাবেক সভাপতি সুমন আগস্টিন সরেন, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন।

এ ব্যাপারে মতিহার থানার ইনসপেক্টার তদন্ত অশোক চোহান জানান, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া একটা মানববন্ধন করছিল, তাই আমরা তাদেরকে আকট করছি। থানায় তাদেরকে জিজ্ঞাসাবা করা হচ্ছে।