প্রেমবিরোধী মিছিল সিঙ্গেলদের
বিশ্ব ভালোবাসা দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রেমবিরোধী মিছিলের মধ্য দিয়ে ‘সিঙ্গেল ডে’ উদযাপন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন থেকে ‘ভালোবাসা নয়, স্বাধীনতা চাই’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও পার্ক মোড় প্রদক্ষিণ শেষে হেয়াত মামুদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব যখন ভালোবাসার ছোঁয়ায় মগ্ন, তখন তিন শতাধিক শিক্ষার্থী এর বিরোধিতায় মিছিল করেন। তারা দিনটিকে ‘সিঙ্গেল ডে’ হিসেবে ঘোষণা দিয়েছেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, প্রেমিক যুগলের ভালোবাসায় ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয়। একই সঙ্গে তা পারিবারিক দূরত্ব সৃষ্টি করে বলে অভিযোগ তুলে প্রেমবিরোধী স্লোগান দিতে থাকে এবং যারা ইতোমধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছে তাদের আখেরাতের কথা চিন্তা করে নোংরামি বন্ধেরও আহ্বান জানান তারা।
সজীব হোসাইন/আরএআর/এমএস