ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধনী বিতর্কে সাউথইস্টের জয়

প্রকাশিত: ০৪:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়েছে। শনিবার ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭’ উদ্বোধনী বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় জয়লাভ করে।

রাজধানীর তেজগাঁওস্থ এটিএন বাংলার স্টুডিওতে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে ছায়া সংসদ উদ্বোধনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বিতর্কে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট শীর্ষক প্রস্তাবের পক্ষে সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল সাউথইস্ট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেন তানভির নিয়াজ শাকিল, নাভিদ আনজুম, তানিয়া সুলতানা, মাশকুরা খান এবং জ্যোতি আক্তার।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম. এ. সবুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এমএইচএম/এমআরএম/আরআইপি