ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অবশেষে পদত্যাগ করলেন ছাত্র উপদেষ্টা ও প্রক্টর

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৯ মার্চ ২০১৫

ভিসির পদত্যাগের দাবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের সিদ্ধান্তে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার এবং প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ।

রোববার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এনামুল হকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তারা। পরে দুপুরের দিকে রেজিস্ট্রার কার্যালয়ে তাদেরসহ ৬টি পদত্যাগ পত্র  জমা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক। এদিকে গত কয়েকদিনে বিভিন্ন প্রশাসনিক পদ দায়িত্বরত ৫৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। অপরদিকে প্রশাসনিক বিভিন্ন পদ থেকে শিক্ষকদের গণপদত্যাগে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল হকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবিতে গত ১১ দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন করে আসছে আওয়ামীপন্থি শিক্ষকদের গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করে আসছিল আওয়ামীপন্থি শিক্ষকরা।

পদত্যাগের বিষয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার বলেন, ‘আমি একটি সংগঠনের সদস্য। সংগঠনের সিদ্ধান্তের প্রতি সম্মান দিয়েই আমি পদত্যাগ করেছি।’

এমএএস/আরআই