ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৯ মার্চ ২০১৫

ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ গুম হওয়া নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরত, পরিকল্পিতভাবে মানুষ খুন ও গণগ্রেফতার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার সকাল আটটায় রাজধানীর শাহবাগ মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছলে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।  ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এ বিক্ষোভ মিছিল করে।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাসুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ঢাবি সূর্যসেন হলের আইন সম্পাদক আজিম উদ্দিন মেরাজ, শাহনেওয়াজ, কবি জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের খোরশেদ আলম লোকমান, বাংলা কলেজের  সোহাগ, সাকিব, হাবিবুল্লাহ বাহার কলেজের আসিফ, সিদ্ধেশ্বরী কলেজের ফারহানসহ প্রমুখ।

মিছিলে গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তি ও হত্যা, নির্যাতন বন্ধের দাবী জানিয়ে স্লোগান দেয়া হয়।  

এসএইচএ/এমএস