রাবি শিক্ষককে মেরে ফেলার হুমকি
মোটা অঙ্কের চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক আনিসুজ্জামান মানিককে। ‘লাল বাহিনী’ নামের একটি সংগঠন তাকে এ হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাংলালিংকের একটি মুঠোফোন নম্বর থেকে ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আনিসুজ্জামান।
আনিসুজ্জামান মানিক জানান, সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে (শিক্ষকদের ক্লাব) অবস্থান করেছিলেন।
“এ সময় একটি বাংলালিংক নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। কলটি রিসিভ করা পর ওপার থেকে বলা হয় ‘আমি লাল বাহিনীর নেতা’। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিসুজ্জামান না? আমার ছেলেরা আপনার বাসায় অনেক দিন ধরেই যেতে চাচ্ছে। কিন্তু আমি তাদেরকে আটকে রেখেছি। আমার বেশ কিছু ছেলে থানায় ও মেডিক্যালে আছে। তাই তাদের জন্য টাকা লাগবে। আপনি মোটা অঙ্কের টাকা নিয়ে প্রস্তুত থাকবেন। ছেলেরা গেলে তাদের হাতে দিয়ে দেবেন”।
তিনি আরো জানান, মুঠোফোনে প্রাণ নাশের হুমকি দিয়ে ফোনকারী বলেন, বিষয়টি কাউকে জানালে আনিসুজ্জামান আর বেঁচে থাকবেন না।
আগামীকাল ক্যাম্পাস বন্ধ থাকায় বিষয়টি বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে পুলিশকে জানাবেন বলে উল্লেখ করেন আনিসুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, আমি বিষয়টি শুনিনি। প্রক্টরের সঙ্গে কথা বলে দেখছি।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, লাল বাহিনী নামে কোনো সংগঠনের কথা আমরা আগে শুনিনি। বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষকও আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেননি। পুলিশকে জানালে বিষয়নি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, দর্শন বিভাগের শিক্ষক আনিসুজ্জামান ২০১০ থেকে ১২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
এসআরজে
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৩ দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ শুরু শুক্রবার
- ২ রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন
- ৪ ঢাবিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদযাপন
- ৫ ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে নির্ধারণে বিশেষ কমিটি