যৌন হয়রানি : ঢাবির এক শিক্ষককে সাময়িক অব্যাহতি
যৌন হয়রানির অভিযোগ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে দূরে থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগের সিএনডি (কো-অর্ডিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) কমিটি। অভিযুক্ত শিক্ষকের নাম অমিতাভ বিশ্বাস। মাস্টার্সের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই শিক্ষকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, ওই ছাত্রী অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি ইমেইল দেয়া, গভীর রাতে এসএমএস দেয়া, শিক্ষকের রুমে ডাকা ও তার পরীক্ষার মার্ক ঝুলিয়ে রাখার কথা উল্লেখ করেন। এছাড়াও ওই শিক্ষক অনার্স চতুর্থ বর্ষে কম্পিউটেশনাল ফিজিক্স কোর্সের দুটো ইনকোর্সে পরীক্ষার নম্বরই পেন্ডিং রাখেন।
অভিযোগের পর গত ২১ নভেম্বর সিএনডি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক অমিতাভ বিশ্বাসকে সাময়িকভাবে শিক্ষাকার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার বলেন, বিভাগের এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে মেইল দেয়া, মার্ক পেন্ডিং রাখাসহ তাকে মানসিক চাপে রাখার অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে সিএনডি কমিটি সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি রাখার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো বলেন, এ সংক্রান্ত প্রমাণাদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তারা তাদের সিদ্ধান্ত নেবেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অমিতাভ বিশ্বাস বিস্ময় প্রকাশ করে বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিছু বলতে পারবো না।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ওই শিক্ষকের অভিযোগের কথা আমরা শুনেছি। বিভাগ থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, অমিতাভ বিশ্বাস ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পদার্থ বিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি।
এমএইচ/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৩ দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ শুরু শুক্রবার
- ২ রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন
- ৪ ঢাবিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদযাপন
- ৫ ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে নির্ধারণে বিশেষ কমিটি