বেরোবির শিক্ষকদের অনশন প্রত্যাহার
উপাচার্য অপসারণের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু জুস খাইয়ে তাদের অনশন ভাঙ্গেন।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবীর অপসারণের দাবিতে গত ৮ ফেব্রয়ারি থেকে একটানা আমরণ অনশন চালিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বেরোবির শিক্ষক সমিতির সভাপতি ড. হাফিজুর রহমান সেলিম জানান, অনশন প্রত্যাহার করা হলেও অবস্থান কর্মসূচি চলবে।
রসিক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, আগামী ১০দিনের মধ্যে উপাচার্যের অপসারণ করা হবে। তিনি ঢাকায় আছেন সেখানেই থাক। তাকে আর এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।
এসময় মেয়রের সঙ্গে ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল হক, বেরোবির শিক্ষক সমিতির সভাপতি ড. হাফিজুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ, রসিক প্যানেল মেয়র আবুল কাশেম, কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।
এএইচ/আরআই